নিজস্ব প্রতিবেদন:
হারিয়ে যেতে বসা লোকশিল্প পুতুল নাচের মাধ্যমে বড় দিনের তাৎপর্য এবং প্রভু যিশুখ্রিস্টের আবির্ভাবের বার্তা তুলে ধরা হলো কোচবিহার জেলার দিনহাটায় অবস্থিত একটি নিষিদ্ধ পল্লীতে। সমাজের মূল স্রোত থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা মানুষের মধ্যেই এই অভিনব উদ্যোগ নতুন আলো ছড়াল।

শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির উদ্যোগে এবং সমাজসেবী রোজলি দত্তের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় যৌন কর্মীদের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ চলছে। বড় দিন উপলক্ষে শনিবার সেখানে একদিকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, তেমনই অন্যদিকে একটি শিক্ষা কেন্দ্রেরও উদ্বোধন করা হয়।
নতুন এই শিক্ষা কেন্দ্রটির উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর পার্থ নাথ সরকার। এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় যৌন কর্মীদের জন্য হাতের কাজ, স্বনির্ভরতার প্রশিক্ষণ এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি চালু করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী কৌস্তভ দত্ত-সহ একাধিক অতিথি উপস্থিত ছিলেন।
রোজলি দত্ত দীর্ঘদিন ধরে যৌন কর্মীদের ‘অচ্ছুৎ’ ভাবনা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁর উদ্যোগে শুধু শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা নয়, ওই এলাকার মানুষদের মধ্যেকার সৃজনশীলতাও নতুন করে প্রকাশের সুযোগ পাচ্ছে।
হারিয়ে যেতে বসা পুতুল নাচের মাধ্যমে বড় দিনের মানবিক বার্তা পৌঁছে দিয়ে এই আয়োজন একদিকে যেমন লোকসংস্কৃতিকে নতুন করে সামনে আনল, তেমনই সমাজের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালাল—এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মীরা।

