নতুন বছরকে স্বাগত—আনন্দময়ী কালিবাড়িতে বছরব্যাপী কর্মসূচির রূপরেখা

নিজস্ব প্রতিবেদক :
নতুন বছর ২০২৬-এর সূচনালগ্নে শিলিগুড়ির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালিবাড়িতে সারা বছর জুড়ে নানা কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

কালিবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, আগামী দিনে কোন কোন কর্মসূচি গ্রহণ করা হবে, সে বিষয়ে সাধারণ মানুষের মতামত ও প্রস্তাব জানতে ৩ জানুয়ারি কালিবাড়ি প্রাঙ্গণে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সকলের অংশগ্রহণেই আগামী বছরের কর্মসূচির চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, ভাস্কর বিশ্বাস পেশায় একজন ইঞ্জিনিয়ার। একইসঙ্গে তিনি শিলিগুড়ির পরিচিত ক্লাব দেশবন্ধু পাড়ার সুব্রত সংঘের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও যুক্ত রয়েছেন। নতুন বছরে সুব্রত সংঘের পক্ষ থেকেও একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে ভাস্করবাবু জানিয়েছেন।