শীত উপেক্ষা করে জমজমাট উত্তরবঙ্গ পৌষ মেলা, সংস্কৃতি ও বিনোদনে মুখর মহানন্দা পাড়

নিজস্ব প্রতিবেদক :
শীতের আমেজ উপেক্ষা করে ক্রমশ জমে উঠছে উত্তরবঙ্গ পৌষ মেলা। গত ২৪ ডিসেম্বর শিলিগুড়ির মহানন্দা নদীর ধারে সূর্য সেন পার্ক সংলগ্ন এলাকায় শুরু হওয়া এই ঐতিহ্যবাহী মেলা চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। শনিবার, ২৭ ডিসেম্বরও মেলা চত্বরে দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়।

মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যা নামলেই সাংস্কৃতিক মঞ্চকে ঘিরে ভিড় জমাচ্ছেন নানা বয়সের মানুষ। বিশেষ করে শিশু ও কিশোরদের পরিবেশনা অভিভাবকদের কাছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শনিবারের সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশীষ ভট্টাচার্য।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মেলা প্রাঙ্গণে রয়েছে নাগরদোলা সহ শিশুদের জন্য নানা ধরনের বিনোদনমূলক ব্যবস্থা। নতুন বছরের আগমনের প্রাক্কালে, পৌষ মেলার মাঠে মানুষের আনাগোনা দিন দিন বাড়ছে। আগামী ২ জানুয়ারি দুপুরে মেলা চত্বরে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ছেলেমেয়েদের যোগা প্রদর্শনও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলা কমিটির সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আগরওয়ালা জানান, একদিকে মহানন্দা নদী রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া, অন্যদিকে সুস্থ সংস্কৃতির প্রসার এবং বিভিন্ন সামাজিক ও মানবিক দায়বদ্ধতা পালন—এই তিন লক্ষ্যকে সামনে রেখেই ধারাবাহিকভাবে এই পৌষ মেলার আয়োজন করা হচ্ছে।

মেলার মাঠে গৃহস্থালির নানান সামগ্রীর স্টল নজর কাড়ছে দর্শনার্থীদের। রয়েছে শিশুদের খেলনার সম্ভার, সাজগোজের নানা সামগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র। পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠে-পুলির স্টল মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ পৌষ মেলা এবছরও মানুষের মনে মিলনের আনন্দ আর উৎসবের আবেশ ছড়িয়ে দিয়ে এক প্রকৃত ‘মনের মেলা’ হয়ে উঠেছে।