নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ি বাবুপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক সুখময় দাস ও তাঁর স্ত্রী নীলিমা দাস চ্যাটার্জীর বাসভবনে বেশ কিছুদিন ধরেই শ্রীশ্রী সারদা সংঘের শিলিগুড়ি শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এই কেন্দ্রকে ঘিরে সামাজিক ও মানবিক সেবামূলক নানা উদ্যোগের পাশাপাশি নিয়মিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা সারদার নামগান ও ভক্তিমূলক আয়োজন চলছিল।

শনিবার, ২৭ ডিসেম্বর, ওই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ফিতা কেটে কার্যালয়ের শুভ সূচনা করেন শ্রীশ্রী সারদা সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা শিপ্রা সহায়। এদিন দুপুরে রাঁচি থেকে তিনি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালে শিলিগুড়ি সারদা সংঘের সাধারণ সম্পাদিকা সঙ্গীতা নন্দী সহ অন্যান্য সদস্যরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান।
সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা শিপ্রা সহায়ের সঙ্গে শিলিগুড়িতে উপস্থিত ছিলেন সংস্থার বেহালা বরিশা শাখার সম্পাদিকা চৈতালি দেব এবং হাওড়া রামরাজতলা শাখার সম্পাদিকা কৃষ্ণা রায়। বিকেলে বাবুপাড়ায় কার্যালয় উদ্বোধনের পর শিপ্রা সহায় মা সারদার আধ্যাত্মিক শক্তি, ত্যাগ ও প্রেরণার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
তিনি বলেন, বর্তমান অস্থির ও চাপপূর্ণ জীবনে মা সারদার আদর্শ মানুষকে শান্তি ও আলোর পথ দেখাতে পারে। এই উপলক্ষে শিলিগুড়ি সারদা সংঘের সদস্যাদের উদ্যোগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা সারদাকে নিয়ে ভক্তিমূলক সংগীত পরিবেশিত হয়।
রবিবার শিলিগুড়ির এস এফ রোডের মাহেশ্বরী ভবনে সারদা সংঘের শিলিগুড়ি শাখার উদ্যোগে মা সারদার ১৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদিনব্যাপী এক ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিপ্রা সহায়।
পাশাপাশি শিলিগুড়ি ও আশপাশের শ্রীরামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন আশ্রমের মহারাজরা তাঁদের ভাবনা ও বক্তব্য পেশ করবেন। বর্তমান সময়ে চারদিকে যে অস্থিরতা, মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে চলেছে, সেই প্রেক্ষাপটে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দর্শন ও মা সারদার বাণী বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে মা সারদার কয়েকটি উল্লেখযোগ্য বাণী স্মরণ করা প্রাসঙ্গিক,”আমি কাউকে ত্যাগ করতে পারি না, আমি সবার মা।”“অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো—তাতেই মুক্তি।”“যে যেখানে আছে, সেখানেই ঈশ্বরকে ডাকো।”
“ভক্তি থাকলে সবই সম্ভব।”উল্লেখ্য, শিলিগুড়ি সারদা সংঘের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন নীলিমা দাস চ্যাটার্জী। সহ-সভাপতি রিনা গুহা নিয়োগী, সাধারণ সম্পাদিকা সঙ্গীতা নন্দী।
এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য ইপ্সিতা দাস, ডঃ শুভ্র রায়, ডালিয়া সরকার ও শ্যামলী তালুকদারও সেই সব অনুষ্ঠানে অংশ নেন।মা সারদার আদর্শ ও মানবপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়ি সারদা সংঘের এই উদ্যোগ আগামীদিনে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা আয়োজকদের।

