উত্তরবঙ্গ পৌষ মেলায় সাংসদের প্রশংসা, শিক্ষার জন্য এক লক্ষ টাকার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়িতে আয়োজিত উত্তরবঙ্গ পৌষ মেলার মাধ্যমে সংস্কৃতির বিকাশের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড যেভাবে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। শুধু প্রশংসাতেই সীমাবদ্ধ না থেকে রবিবার সন্ধ্যায় পৌষ মেলার মঞ্চ থেকে তিনি এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

ছেলেমেয়েদের শিক্ষার স্বার্থে মেলা কমিটির শিক্ষামূলক তহবিলকে আরও শক্তিশালী করতে তিনি তাঁর সাংসদ তহবিল থেকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবেন বলে জানান।
এদিন সাংসদ রাজু বিস্ত পৌষ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টলের মালিকদের সঙ্গে কথা বলেন।

সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তিনি মেলার পরিবেশ উপভোগ করেন। এই ধরনের মেলা সামাজিক সংযোগ ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়, সে কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

রবিবার সন্ধ্যায় পৌষ মেলার মঞ্চে সাংসদ রাজু বিস্তকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। সেই সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আগরওয়ালা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়ালা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রবিবারও পৌষ মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলার মাঠে চলতে থাকা সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্প্রীতা আচার্য। নাচ ও গানের ছন্দে রবিবারও পৌষ মেলার প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।