নিজস্ব প্রতিবেদক :
সপ্তম শ্রেণির ছাত্র ঋষিরাজ মহাজন শিলিগুড়ির এক উদীয়মান ক্রীড়া প্রতিভা। বাবা সঞ্জয় মহাজন পেশায় একজন পুলিশ আধিকারিক। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা থেকে দুটি পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে ঋষিরাজ।

এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য রবিবার শিলিগুড়ির শক্তিগড়ে অবস্থিত লেকটাউন স্পোর্টস ক্যারাটে একাডেমির পক্ষ থেকে ঋষিরাজকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। একাডেমির প্রশিক্ষক সেনসাই রাজীব দাস জানান, ঋষিরাজের এই সাফল্যে তাঁরা অত্যন্ত গর্বিত।
দীর্ঘদিন ধরেই এই প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত কঠোর অনুশীলন করছে ঋষিরাজ, আর তারই ফল মিলেছে আন্তর্জাতিক মঞ্চে।
ভবিষ্যতে বাবার পথ অনুসরণ করে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে ঋষিরাজ। তার বাড়ি শিলিগুড়ির সুকান্ত পল্লী এলাকায়।
এই ক্যারাটে একাডেমিতেই নিয়মিত প্রশিক্ষণ নেন ব্যতিক্রমী টোটোচালক মুনমুন সরকার। ঋষিরাজের কৃতিত্বে তিনিও খুশি এবং এদিন কিশোর ক্যারাটে তারকাকে শুভেচ্ছা জানান। পাশাপাশি আত্মরক্ষার স্বার্থে সব মেয়েদের ক্যারাটে শেখার আহ্বান জানান মুনমুন সরকার।

