নববর্ষের দিনে মানবিক উদ্যোগ, প্রয়াত বাবা–মায়ের স্মৃতিতে দুঃস্থদের পাশে সুজিত ঘোষ

নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপির জীবনে পয়লা জানুয়ারি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। তাঁর মা পারুলরানি ঘোষ ২০২০ সালের পয়লা জানুয়ারি এবং বাবা গান্ধী ঘোষ ২০১৬ সালের ৬ এপ্রিল প্রয়াত হন। বাবা-মায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে সুজিত ঘোষ প্রতি বছর নববর্ষের প্রথম দিনটিকেই শ্রদ্ধা নিবেদনের দিন হিসেবে বেছে নিয়েছেন।

এই ধারাবাহিকতার অঙ্গ হিসেবেই বৃহস্পতিবার তিনি সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। শতাধিক দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য নৈশভোজেরও আয়োজন করা হয়। নববর্ষের দিনে এই মানবিক কর্মকাণ্ডে খুশি ও আপ্লুত হন উপস্থিত মানুষজন।

সুজিত ঘোষ ওরফে বাপির এই সামাজিক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আইনজীবী কাঞ্চন ভদ্র, ব্যবসায়ী সমিতির কর্মকর্তা জগদীশ সরকার, ব্যবসায়ী অজয় বণিক সহ আরও অনেকে। তাঁদের বক্তব্য, এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

বর্ষবরণ উপলক্ষে যখন একাংশ মানুষের মধ্যে নাচ-গান ও হইহুল্লোড়ের চিত্র সামনে আসে, ঠিক সেই সময় সুজিত ঘোষের এই নিঃশব্দ সেবামূলক কর্মসূচি সমাজের কাছে এক ইতিবাচক ও অনুকরণীয় বার্তা পৌঁছে দিচ্ছে বলেই মত