মহানন্দা নদী রক্ষায় পূর্ণিমা তিথিতে শিলিগুড়িতে ধারাবাহিক মহানন্দা আরতি

নিজস্ব প্রতিবেদক :
মহানন্দা নদীকে বাঁচানোর লক্ষ্যে প্রতি পূর্ণিমা তিথিতে শিলিগুড়িতে নিয়মিত ভাবে মহানন্দা আরতির আয়োজন করে চলেছে ‘মহানন্দা বাঁচাও কমিটি’ ও ‘নমামি গঙ্গে’। সেই ধারাবাহিকতা বজায় রেখেই শনিবার বিকেলে শিলিগুড়িতে আবারও অনুষ্ঠিত হলো মহানন্দা আরতি।

এই আরতি অনুষ্ঠানে সঙ্গীত ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নদীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। মহানন্দার তীরে উপস্থিত হয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সঞ্জয় পালচৌধুরী বলেন, শিলিগুড়ি শহরের জীবনরেখা হলো মহানন্দা নদী।

কিন্তু নানা কারণে আজ এই নদী প্রায় মৃত অবস্থায় পৌঁছে গেছে। কেউ নদীতে আবর্জনা ফেলছেন, আবার কেউ নদীতেই প্রাতঃকৃত্য সারছেন, যা নদীর অস্তিত্বকে আরও সংকটের মুখে ফেলছে।

তিনি আরও জানান, নদীর প্রতি মানুষের শ্রদ্ধা ও ভক্তি বৃদ্ধি করা এবং একই সঙ্গে নদী রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই পরিবেশকর্মী জ্যোৎস্না আগরওয়ালার নেতৃত্বে এই মহানন্দা আরতির সূচনা।

এই উদ্যোগকে তিনি এক শুভ ও প্রশংসনীয় প্রয়াস বলে উল্লেখ করেন এবং মহানন্দা রক্ষার আন্দোলনে শিলিগুড়ির সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এদিনের মহানন্দা আরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএমএ-র শিলিগুড়ি শাখার সম্পাদক ডা. শঙ্খ সেন-সহ অন্যান্য বিশিষ্টজন ও পরিবেশপ্রেমীরা।