পাহাড়–সমতলে পিকনিকের রঙিন আমেজ: জানুয়ারি জুড়ে জমজমাট উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলি

নিজস্ব প্রতিবেদক :
২৫ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে পিকনিকের মরশুম। গোটা জানুয়ারি মাস জুড়ে এই পিকনিক উৎসব চলতে থাকে উত্তরবঙ্গ জুড়ে। রবিবার তারই স্পষ্ট ছবি ধরা পড়ল পাহাড় ও সমতলের বিভিন্ন পিকনিক স্পটগুলিতে। পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিয়ে সকাল থেকেই একের পর এক পর্যটক দল ভিড় জমাতে শুরু করে জনপ্রিয় পিকনিক গন্তব্যগুলিতে।

বিশেষ করে জলপাইগুড়ি জেলা সংলগ্ন পাহাড়ের কোলে অবস্থিত নুম বস্তি এলাকা এই পিকনিক মরশুমে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সবুজে মোড়া পাহাড়, স্বচ্ছ পরিবেশ ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের টানে এখানে ভিড় জমাচ্ছেন বহু পিকনিকপ্রেমী। পাহাড়ের ঢালে বসে দলবদ্ধভাবে গান, আড্ডা ও খাওয়া-দাওয়ায় মেতে উঠছেন পর্যটকেরা।

এই অঞ্চলে পাহাড়ের কোলে বিশেষ করে দুধিয়া,মুক্তিখোলা সহ পাহাড়ি অঞ্চলে চড়ুইভাতির বিশেষ আয়োজন পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত পিকনিকের জন্য রয়েছে পরিপূর্ণ ব্যবস্থাপনা। সকালের জলখাবারে ইডলি-সাম্বর, পুরি-সবজি বা পোয়া/ব্রেড-জ্যাম, সঙ্গে ডিম সেদ্ধ, পায়েস বা মিষ্টি, কলা ও চা।

মধ্যাহ্নভোজের আগে থাকছে ভেজ পাকোড়া, মোমো, কমলা ও কফি। দুপুরের খাবারে পরিবেশন করা হচ্ছে সালাদ, দিনের বিশেষ ভাজি, জিরা ভাত, ডাল, মৌসুমি সবজি, পাবদা ঝাল বা সরষে ঝাল, ভেজ পোলাও এবং মাটন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পান মশলা ও হজমোলার মতো ঐতিহ্যবাহী পদ।

এছাড়াও থাকছে ক্যাম্প ফায়ার, সাউন্ড সিস্টেম ও খোলা প্রকৃতির মাঝে বিশ্রামের সুযোগ। ন্যূনতম ৩০ জনের দলের জন্য জনপ্রতি ৭৮৯ টাকা ধার্য করা হয়েছে পিকনিক প্যাকেজে। বিশেষ প্রয়োজনে কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থাও রয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। যোগাযোগ নম্বর 9733714757/9749310138

পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা বলছেন, চলতি মরশুমে পাহাড় ও সমতলের পিকনিক স্পটগুলিতে ভিড় আশাব্যঞ্জক। প্রাকৃতিক সৌন্দর্য, সাশ্রয়ী প্যাকেজ ও সম্পূর্ণ ব্যবস্থাপনার কারণে উত্তরবঙ্গের এই অঞ্চলগুলি ধীরে ধীরে পিকনিক ও স্বল্পমেয়াদি ভ্রমণের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে।পিকনিক মরশুম ঘিরে এই বাড়তি ভিড় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।