নিজস্ব প্রতিবেদক :
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীতের মরশুম চলছে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে কনকনে ঠান্ডা অনুভূত হবে। কলকাতা সহ একাধিক জেলায় সকালবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে। অনেক জেলায় শৈত্যপ্রবাহ ও ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া—এই ছয় জেলাতেও শীতল দিনের পরিস্থিতি জারি থাকবে।
এই সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে এবং স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে সারাদিনই শীতের অনুভূতি থাকবে প্রবল, বাড়বে কনকনে ঠান্ডা।দক্ষিণবঙ্গে আগামী আরও দু’দিন বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
কুয়াশার সতর্কতা:
শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকবে।উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ ও কাল ঘন কুয়াশার সম্ভাবনা বেশি। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটারে।
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও নদিয়ায় দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে। কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলায়ও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, কিছু এলাকায় বেলা বাড়লেও কুয়াশা কাটতে দেরি হতে পারে।

