নিজস্ব প্রতিবেদক :
উত্তরবঙ্গে শীতের দাপট এখনও অব্যাহত। ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা। রাত নামার পর থেকেই কুয়াশার প্রভাব বাড়তে শুরু করে, যার ফলে দৃশ্যমানতা কমে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কনকনে ঠান্ডায় কার্যত জবুথবু হয়ে পড়েছেন জেলার মানুষজন।

শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে ভোর ও রাতের দিকে বহু মানুষকে আগুন পোহাতে দেখা যাচ্ছে। পাশাপাশি উষ্ণতার খোঁজে চায়ের দোকানগুলিতে জমছে ভিড়। বাড়ছে শীতের পোশাকের চাহিদাও—শহরের বিভিন্ন শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো।
আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, জলপাইগুড়িতে বর্তমানে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম।

