প্রশাসনিক জটিলতায় বিপন্ন আইজারে সুযোগ পাওয়া মেধাবী ছাত্র প্রিয়াংশুর স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক :
প্রশাসনিক জটিলতার জেরে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে শিলিগুড়ির দুঃস্থ অথচ মেধাবী ছাত্র প্রিয়াংশু দে-র ভবিষ্যৎ। সেন্ট জেভিয়ার স্কুল ও দার্জিলিং পাবলিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে দেশের অন্যতম সেরা বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান আইজার এর তিরুপতিতে পড়ার সুযোগ পেয়েছে সে। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষা ঋণ সংক্রান্ত প্রশাসনিক সমস্যা।

পরিবারের পক্ষে পড়াশোনার খরচ বহন করা সম্ভব না হওয়ায় শিক্ষা ঋন -এর জন্য আবেদন করলেও, অনলাইন লোন পোর্টালে আবেদন সম্পূর্ণ করা যাচ্ছে না। কারণ, প্রিয়াংশুর বিদ্যালয়ের (UDISE) Unified District Information System for Education কোড এখনও অনুমোদিত নয়। ফলে একটি প্রযুক্তিগত ও প্রশাসনিক জটিলতার কারণেই থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার শিক্ষাজীবন।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে
একটি প্রশাসনিক ত্রুটির কারণে কি থেমে যাবে একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ বিজ্ঞানীর যাত্রা?

প্রিয়াংশুর পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছে তার পরিবার ও শিক্ষানুরাগীরা। তাঁদের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক ও ব্যাঙ্কিং সহায়তা না মিললে দেশের বিজ্ঞান গবেষণা ক্ষেত্র হারাতে পারে এক উজ্জ্বল প্রতিভাকে।

সেন্ট জেভিয়ার স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কাছে UDISE কোডের জন্য আবেদন করা হয়েছে, তবে এখনও পর্যন্ত সেই কোড হাতে আসেনি। অন্যদিকে প্রিয়াংশুর মা উমাদেবী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি কোড না পাওয়ার কারণে যদি ছেলের লোন না হয় এবং ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তার দায় কে নেবে?”

এই পরিস্থিতিতে প্রিয়াংশুকে অফলাইনে শিক্ষা ঋণের আবেদন করার সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন ব্যাঙ্কের কাছে আবেদন জানাচ্ছেন শিক্ষানুরাগীরা।

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবসের প্রাকমুহূর্তে একজন মেধাবী যুবকের পড়াশোনা যখন অনিশ্চয়তার মুখে, তখন জাতীয় যুব দিবস পালনের অর্থ নিয়েই প্রশ্ন উঠছে।

স্বামী বিবেকানন্দ বলেছিলেন
“যতদিন না জনগণের শেষ ব্যক্তি শিক্ষিত ও শক্তিশালী হচ্ছে, ততদিন জাতির উন্নতি অসম্ভব।”স্বামীজি
আরও বলেছিলেন,

“একজন যুবক যদি সঠিক সুযোগ ও অনুপ্রেরণা পায়, সে-ই পারে একটি জাতির ভাগ্য বদলে দিতে।”আজ সেই আদর্শের আলোয় দাঁড়িয়ে প্রশ্ন—প্রিয়াংশুর মতো মেধাবী যুবকের পাশে দাঁড়াতে কি পারবে প্রশাসন ও সমাজ?