নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পালিত হল শ্রী শ্রী গোপাল জীউর বনভোজন উৎসব। গত ১১ জানুয়ারি, রবিবার শিলিগুড়ি কুড়ুপুকুর মাঠে এই মহোৎসবের আয়োজন করা হয়।প্রতি বছরের মতো এ বছরও সকলের সহযোগিতায় আনন্দের সঙ্গে এই বনভোজন উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রী শ্রী গোপাল জীউর আরাধনা উপলক্ষে বিশেষ পূজা-পাঠ, কীর্তন ও ভোগরাগের আয়োজন করা হয়। ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের মূল পর্ব সম্পন্ন হয়।এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০৮ শ্রীমদ নিত্যানন্দ গোস্বামী মহারাজের জ্যেষ্ঠ আজ্ঞা প্রাপ্ত শ্রী শ্রী প্রদীপকৃষ্ণ গোস্বামী মহারাজ (বৃন্দাবন ও মালদা)।
তাঁর উপস্থিতিতে অনুষ্ঠান আরও পবিত্র ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।দলমত নির্বিশেষে সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে শ্রী শ্রী গোপাল জীউর বনভোজন উৎসব এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের পক্ষ থেকে সকলের সহযোগিতায় এই মহতি অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

