মকর সংক্রান্তিতে মানবসেবাই ধর্ম—গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক তীর্থযাত্রীকে বিনামূল্যে প্রসাদ বিতরণে ইস্কন : শ্রী সুন্দর গোবিন্দ দাস

নিজস্ব প্রতিবেদক :
মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় আগত লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের সেবায় এক বিশাল মানবসেবামূলক ও আধ্যাত্মিক উদ্যোগ গ্রহণ করেছে ইস্কন গঙ্গাসাগর মন্দির। ইস্কন গঙ্গাসাগর মন্দিরের সভাপতি শ্রী সুন্দর গোবিন্দ দাস জানান, জনকল্যাণ ও মানবসেবার ব্রত নিয়েই এবছর মেলায় প্রায় এক লক্ষেরও বেশি তীর্থযাত্রী ও দুঃস্থ দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পূর্ণ ভোজন প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, এবছর প্রায় ৭০০ জন নিবেদিত স্বেচ্ছাসেবক—যার মধ্যে ৩০ জন বিদেশি ভক্তও রয়েছেন—শ্রীধাম মায়াপুরসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে এসে এই সেবাযজ্ঞে অংশ নিচ্ছেন। প্রসাদ ভোজনে থাকছে ভাত, ডাল, মৌসুমি সবজি ও আচার, যা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিবেশন করা হবে।

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে, ১১ জানুয়ারি ভোর ৬টায় মহা হরিনাম সংকীর্তন শোভাযাত্রার মাধ্যমে ইস্কনের আধ্যাত্মিক কর্মসূচির সূচনা হয়। দেশ-বিদেশ থেকে আগত ইস্কন ভক্তদের অংশগ্রহণে এই শোভাযাত্রা গঙ্গাসাগরের পরিবেশকে ভক্তিরসে পরিপূর্ণ করে তোলে। একই সঙ্গে শুরু হয় “সাগর কথা” শীর্ষক আধ্যাত্মিক আলোচনা সভা।

শ্রী সুন্দর গোবিন্দ দাস আরও জানান, প্রসাদ বিতরণের পাশাপাশি গঙ্গাসাগর মেলাজুড়ে গীতা দান, বিশ্বশান্তির জন্য যজ্ঞ, শীতবস্ত্র বিতরণ, অবিরাম হরিনাম সংকীর্তন ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর তীর্থযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় সমস্ত পরিষেবা প্রায় দ্বিগুণ করা হয়েছে, যাতে প্রত্যেক দর্শনার্থী সম্মান ও ভক্তিভরে সেবা গ্রহণ করতে পারেন।

ইস্কন গঙ্গাসাগরের সেবা শিবিরটি স্থাপন করা হয়েছে রোড নং ৫-এ, হেলিপ্যাড ও K2 বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সকল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের এই শিবিরে এসে প্রসাদ গ্রহণ ও আধ্যাত্মিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, শ্রী সুন্দর গোবিন্দ দাস আশাবাদ ব্যক্ত করে বলেন, এবছর গঙ্গাসাগরে ভগবান শ্রীকৃষ্ণের একটি মহৎ মন্দির উদ্বোধনের সম্ভাবনা রয়েছে, যা গঙ্গাসাগরকে ভবিষ্যতে আরও বৃহৎ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।
মকর সংক্রান্তির পবিত্র তিথিতে মানবসেবা ও ভগবৎসেবার এই মহাযজ্ঞে ইস্কন গঙ্গাসাগরের উদ্যোগ ইতিমধ্যেই তীর্থযাত্রী ও সাধু-সন্তদের প্রশংসা কুড়িয়েছে।