নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় হিমাচল সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় বসবাস চিত্রশিল্পী ও বেসরকারি স্কুলের শিক্ষিকা দেবমিতা দাশগুপ্তের। পড়াশোনার পাশাপাশি সমাজে একটি সুস্থ, ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ গড়ে তুলতে তিনি নিয়েছেন এক অনন্য উদ্যোগ।

শিলিগুড়ির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালিবাড়ি চত্বরে দেবমিতা শুরু করেছেন দুঃস্থ ও প্রতিভাবান শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যের অঙ্কন শিক্ষার ক্লাস। বিভিন্ন বস্তি ও প্রান্তিক এলাকার শিশুরা নিয়মিত এখানে এসে তাঁর কাছে ছবি আঁকার পাঠ নিচ্ছে এবং নিজেদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাচ্ছে।
দেবমিতা দাশগুপ্তের মতে, অঙ্কন চর্চা শুধুমাত্র শিল্পবোধ গড়ে তোলে না, এটি শিশুদের মনোযোগ বাড়ায় ও অকারণ চঞ্চলতা কমাতেও সাহায্য করে। প্রতি রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কালিবাড়ি চত্বরে চলে এই বিনামূল্যের অঙ্কন শিক্ষার আসর। কালিবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস সহ অন্যান্য সদস্যরাও এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সর্বতোভাবে সহযোগিতা করছেন।
অন্যদিকে, যাঁদের আর্থিক সামর্থ্য রয়েছে, তাঁদের জন্য দেবমিতা নিজ বাড়িতে পারিশ্রমিকের বিনিময়ে অঙ্কন শিক্ষার ক্লাসও পরিচালনা করেন। মনোযোগ সহকারে শিক্ষাদানের জন্য তাঁর কাছে অঙ্কন শিখতে আগ্রহীদের ভিড় বাড়ছে। পাশাপাশি তিনি প্রাইভেট টিউশনও করান—প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সমস্ত বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, হোম সায়েন্স ও ফিলসফি পড়ানো হয়।
অঙ্কন ও শিল্পচর্চা প্রসঙ্গে মনীষীরা বলেছেন—
পাবলো পিকাসো: “Art washes away from the soul the dust of everyday life.”
(শিল্প মানুষের আত্মা থেকে দৈনন্দিন জীবনের ধুলো মুছে দেয়।)রবীন্দ্রনাথ ঠাকুর: “শিল্পই মানুষের অন্তরের ভাষা।”
লিওনার্দো দা ভিঞ্চি: “Painting is a mental thing.”
(চিত্রকলা এক গভীর মানসিক সাধনা।)
এই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন দেবমিতা দাশগুপ্ত—যেখানে রঙ ও তুলির ছোঁয়ায় গড়ে উঠছে নতুন স্বপ্ন।
যোগাযোগ নম্বর: ৯৪৭৬২৫৯৮৯৯

