রোগ আর দারিদ্রতার কাছে হার মানলেন মহালয়ার সেই অসুর, নিঃসঙ্গ মৃত্যু অমল চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক :
একদিকে দীর্ঘদিনের রোগভোগ, অন্যদিকে চরম আর্থিক অনটন—এই দুইয়ের চাপে শেষ পর্যন্ত নিভে গেল মহালয়ার পর্দায় একসময় দাপুটে অসুরের জীবন। মহালয়ায় অসুর চরিত্রে অভিনয় করে যাঁর মুখ আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল, সেই অভিনেতা অমল চৌধুরীর মর্মান্তিক মৃত্যু হল অবহেলার মধ্যেই।

উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা, ৬৬ বছর বয়সি অমল চৌধুরীর বাড়ির তালা ভেঙে বুধবার সকালে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগছিলেন তিনি। ঠিকমতো খাবার ও চিকিৎসার অভাবে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ ভেঙে পড়ে বলেই অনুমান।

শুধু মহালয়ার অনুষ্ঠানেই নয়, একাধিক সিনেমা ও টেলিভিশন মেগা ধারাবাহিকেও অভিনয় করেছিলেন অমলবাবু। সেই দিনগুলোর কথা আজও মনে পড়ছে প্রতিবেশী ও পরিচিতদের। একসময় যাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক, শেষ জীবনে সেই মানুষটাই পড়ে রইলেন একা, নীরবে।

অবিবাহিত অমল চৌধুরী বহুদিন ধরেই একাই ওই বাড়িতে থাকতেন। কয়েক বছর ধরে তাঁর আর্থিক দুরবস্থার কথা জেনে অনেকে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে কিছুদিন আগে এক দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেয় বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে। বৃহস্পতিবার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে।মহালয়ার সেই ভয়ংকর অসুরের চরিত্রে যিনি একদিন দর্শকদের কাঁপিয়েছিলেন, আজ তাঁর বাস্তব জীবনের পরিণতি যেন সমাজের কাছেই এক নিঃশব্দ প্রশ্নচিহ্ন হয়ে রইল।