শিক্ষক দিবসে আদিম উপজাতি ধীমাল শিশুদের মধ্যে বিনামূল্যে টুথ পেস্ট বিলি

নিজস্ব প্রতিবেদনঃ উত্তরবঙ্গের অন্যতম আদিম উপজাতি ধীমালদের মধ্যে এখন অনেক আধুনিকতা এলেও বহু ধীমাল শিশুর মধ্যে দাঁতের ক্ষয় রোগ দেখা দিয়েছে। বহু ধীমাল শিশুর রয়েছে মাড়ির রোগ, অনেকের মাড়ি দিয়ে রক্ত পড়ে। মুখে রয়েছে দুর্গন্ধ। তাই বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন ধীমাল সম্প্রদায়ের ওই সব শিশু ছাত্রদের মধ্যে বিনামূল্যে বিলি হল টুথ পেস্ট এবং ওষুধ।

লায়ন্স ক্লাব শিবমন্দির এবং ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন এদিন শিক্ষক দিবসকে সামনে রেখে শিবমন্দির লাগোয়া তারাবাড়ির কাছে ধীমালজোতের ধীমাল নেপালি প্রাইমারি স্কুলে এক দাঁত ও মুখ গহ্বর পরীক্ষা শিবিরের আয়োজন করে। সেই শিবিরে লায়ন্স ক্লাবের শিবমন্দির শাখার সভাপতি চন্দন মুখার্জী ছাড়াও ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশনের তরফে ডাঃ সুপ্রিয় ঘন্টি প্রমুখ উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, ওই স্কুলে পিছিয়ে পড়া ধীমাল সম্প্রদায়ের ছেলেমেয়েরা যেমন পড়ে তেমনই নেপালি ছেলেমেয়েরাও পড়ে। পিছিয়ে পড়া এইসব ছেলেমেয়েদের অনেকেরই বাড়িতে দাঁত নিয়ে সচেতনতার খুবই অভাব। কেও দাঁত মাজে না, কেও তেল দিয়ে দাঁত মাজে, কেও আবার লবঙ্গ মুখে দিয়ে রাখে। দিনের পর দিন দাঁত না মাজায় এদের মুখে দুর্গন্ধ তৈরি হয়েছে, অনেকে আবার দাঁতের নানা রোগে আক্রান্ত। তাই এইসব শিশুদের এদিন সচেতন করে দিনে দুবার করে সঠিক টুথ পেস্ট দিয়ে দাঁত মাজার পরামর্শ দেওয়া হয়। সঠিক টুথ পেস্ট এবং ব্রাশ তাদেরকে ব্যবহার করতে বলা হয়। রাতে ঘুমনোর আগে একবার করে দাঁত মাজার পরামর্শ দেওয়া হয়। এদিন এই সব শিশুকে বিনামূল্যে টুথ পেস্ট দিয়ে ওষুধও দেওয়া হয়। কারও দাতের সমস্যা হলে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে যোগাযোগ করতে বলা হয়। তাদের মধ্যে অনেকে আছে যারা ডাক্তারের কাছে গেলে দাঁত ফেলে দেওয়া হবে এই ভয়ে ডাক্তারের কাছে যায় না। এদিন সেই ভীতি কাটানোর আলোচনাও হয়।