
শিল্পী পালিত ঃ পশ্চিম মেদিনীপুরের সুমন খাটুয়ার নেশা ছবি আঁকা। পড়ুন তাঁর কলমে —

আমি সুমন খাটুয়া। পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি। আমার বয়স যখন দশ বছর তখন থেকেই আঁকার প্রতি আমার আগ্রহ জন্মায়। বারো বছর বয়সে আমার পিতৃবিয়োগ হয়। ছোট বেলা থেকেই আমার মানুষের মুখ আঁকতে ভালো লাগে। এটা আমার কাছে এক ধরনের নেশা। তবে ছেলেদের তুলনায় মেয়েদের ছবি আঁকতেই আমার বেশি ভালো লাগে। বাবা মারা যাওয়ার পর আমার নিজের একাকিত্বকে আগলে রাখত আমার ডায়েরি আর পেন্সিল। এদের খেলার মতো ব্যবহার করেছি তাই জীবন আমাকে কোন খারাপ কাজ করতে দেয়নি। ছেলেবেলা গুলোতে এরাই আমাকে ব্যস্ত করে রেখেছে। আজ আমার অফিস জীবনেও ওই ডায়েরি আর পেন আমার সাথেই থাকে। প্রতিদিন যে মানুষ গুলো দেখি সেই মানুষ গুলো নিয়ে রাতে ভাবি আর কিভাবে যে সময় কেটে যায় তা আর বলে বোঝানো সম্ভব নয়! বলতে পারেন এই নিয়ে আমার ছোট গবেষণা চলতে থাকে। তবে আমার মা সাথে না থাকলে কোনদিনই এসব সম্ভব হতনা বা আঁকাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। ভবিষ্যৎ বলতে পারি না তবে জীবন আছে যতদিন ততদিন মানুষের মুখ নিয়ে স্কেচ করা, ফিগার স্টাডি করতে চাই।