
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ বিশ্ব গন্ডার দিবসে বন্যপ্রাণীদের বাঁচাতে গুরুত্বপূর্ণ বৈঠক হলো শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারিতে।মঙ্গলবার বেঙ্গল সাফারি পার্কে আয়োজিত এই বৈঠকে রেল, বিদ্যুৎ দপ্তর, ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং টি অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।এই বৈঠকে বিভিন্ন কারণে বন্যপ্রাণীদের মৃত্যু ঠেকাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রেলে কাটা পরার পাশাপাশি অনেক সময়ই বনাঞ্চলগুলির মধ্যে দিয়ে চলে যাওয়া জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বহু বন্যপ্রাণীর মৃত্যু হয়।বন্যপ্রাণীদের এই মৃত্যু ঠেকাতে জাতীয় সড়কগুলিতে রাবার স্পিড ব্রেকার লাগানোর সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। বন দপ্তরের এই প্রস্তাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ডুয়ার্সের জঙ্গল পথে ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে চলবে রেল। এর পাশাপাশি এই রুট দিয়ে যে ১৪ টি মেইল এবং এক্সপ্রেস ট্রেন চলে, তার মধ্যে ৬ টি ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বাকি ৮ টি মেইল বা এক্সপ্রেস ট্রেন অন্য রুটে ঘুরিয়ে না দেওয়া গেলে, সেই ট্রেনগুলিকে নির্ধারিত গতিতে চালানো হবে বলে রেলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী।এর পাশাপাশি ডুয়ার্সের জঙ্গল পথে, ওয়াইল্ড লাইফ করিডরগুলি রেলের খরচে তৈরি করার কথা বলা হয়েছে এই বৈঠকে।
অপরদিকে, বিদ্যুতের খুটি পরে গিয়ে বা অবৈধ হুকিং-এর তার ছিঁড়ে গিয়ে অনেক সময়ই হাতি বা অন্য বণ্যপ্রাণীদের মৃত্যুর ঘটনা ঘটে থাকে। এই ব্যাপারে বিদ্যুৎ দপ্তরকে আন্তরিকতা এবং তৎপরতার সঙ্গে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।বিষয়টি প্রতিনিয়ত দেখার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী।এর পাশাপাশি যেখানে বিদ্যুতের তার খোলা অবস্থায় পরে রয়েছে সেখানে ইনসুলেটর লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।
অন্যদিকে, চা-বাগান এলাকাগুলিতে ব্লেড-ফেন্সিং-এর কারণে হাতি সহ বেশ কিছু বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। চা-বাগান এলাকায় কিছু ব্লেড-ফেন্সিং খোলা হলেও, বহু জঙ্গল সংলগ্ন চা-বাগানে এখনও ব্লেড ফেন্সিং রয়ে গিয়েছে। কড়া ভাষায় এই ব্লেড-ফেনসিং গুলি খোলার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী। এই বিষয়ে বন দপ্তর এবং টি অ্যাসোসিয়েশনগুলি যৌথভাবে ব্লেড ফেন্সিংগুলি চিহ্নিতকরণ এবং খোলার কাজ করবে বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।এর পাশাপাশি, যে সমস্ত চা-বাগানগুলিতে নীচু দিয়ে বিদ্যুতের তার গিয়েছে, যৌথ কমিটি সেগুলিও চিহ্নিত করে সমস্যা সমাধানের চেষ্টা করবে।বনদপ্তরে কর্মীর অভাবে অনেক কাজই ঠিক মত করা যাচ্ছে না। সেই দিকটিকে মাথায় রেখে খুব তাড়াতাড়ি বন দপ্তরে বিভিন্ন পর্যায়ে পাঁচ থেকে সাতশো কর্মী নিয়োগ করা হবে বলে এদিন জানিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিন শিলিগুড়ি সংলগ্ন সারুগারা হার্বাল পার্কের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বনমন্ত্রী।এই পার্কে বিভিন্ন ধরণের মেডিসিন্যাল প্ল্যান্ট তৈরি করা হবে।এদিন বনমন্ত্রীর হাত দিয়ে সূচনা হয় সারুগারা নতুন বিট অফিসেরও।