
নিজস্ব সংবাদদাতা,কোচবিহার, ২৩ সেপ্টেম্বরঃ ভারত সরকারের সঙ্গীত নাটক আকাদেমি, নিউ দিল্লীর সহযোগিতায় ও কোচবিহার ছায়ানীড়ের উদ্যোগে বুধবার কোচবিহার জেলার টাপুর হাট সারদা শিশু তীর্থের মুক্তাঙ্গনে মূকাভিনয় ও নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল। এদিনের এই কর্মশালার শুভ সূচনা করেন সারদা শিশু তীর্থ বিদ্যালয়ের শিক্ষক উত্তম ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দীপক সেন, তনুশ্রী দেব, সারদা শিশু তীর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জলি রায় বণিক প্রমুখ।

প্রতি বছর কোচবিহার ছায়ানীড় এই কর্মশালা মে মাসের মধ্যে আয়োজন করে। এ বছর করোনার কারণে একটু দেরিতে অনুষ্ঠিত হল এই কর্মশালা। প্রশাসনিক অনুমতি ও সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে এই কর্মশালা সম্পন্ন হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমির সদস্য স্নেহাশীষ চৌধুরী, বাপ্পী দাস, বিশ্বজিৎ ভৌমিক, সজল চন্দ ও স্বাগত পাল। শিবির পরিচালকের দায়িত্বে ছিলেন কোচবিহার সম্মিলিত নাট্য কর্মী মঞ্চের সম্পাদক বিদ্যুৎ পাল।কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।