করোনার ছোঁবলে খোলবাদকরা, আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদনঃ করোনার জেরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ। বহু শিল্পী সমস্যায়। সমস্যায় পড়েছেন বহু খোল বাদক। এই অবস্থায় কিছু খোলবাদককে সহায়তা করলো উপস্ টু ওয়াও ইভেন্টস্।

রবিবার উপস্ টু ওয়াও ইভেন্টসের উদ্যোগে দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থে খুবই সাফল্যের সাথে সুবীর অধিকারী লাইভ ইন ফেসবুক কনসার্টটি হয়। উদ্যোক্তারা ধন্যবাদ জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক সুবীর অধিকারীকে। উদ্যোক্তাদের তরফে বলা হয়, তবলা শিল্পী সুবীর অধিকারী তাঁর ব্যস্ত জীবনের থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য আমরা খুশি । এত সুন্দর একটি অনুষ্ঠান করতে পেরে এবং এইরকম কঠিন পরিস্থিতিতে দুঃস্থ শিল্পীদের(খোলবাদক) পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। সবীর অধিকারী বলেন, দুঃস্থ খোলবাদক থেকে শুরু করে অন্য দুঃস্থ শিল্পীদের পাশে তিনি আছেন।