
নিজস্ব প্রতিবেদনঃ সোমবার দার্জিলিং জেলায় মোট ৮১ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে শিলিগুড়ি পুর এলাকায় করোনা পজিটিভ ধরা পড়েছে ৩১ জনের। তবে শিলিগুড়ি পুর এলাকার জলপাইগুড়ি জেলার অধীন অঞ্চল ধরলে আক্রান্তের সংখ্যা ৫২।

এদিন দার্জিলিং পুর এলাকায় সাত, খড়িবাড়িতে তিন, সুকনায় এক, মাটিগাড়ায় নয়, মিরিকে সাত, নকশালবাড়িতে ১৫, ফাঁসিদেওয়ায় ৬, সুখিয়াপোখরিতে এক এবং তাকদহতে একজনের শরীরে করোনার সন্ধান মিলেছে। জেলা শাসক এস পুন্নমবলম জানিয়েছেন, ৭২ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন এদিন। পজিটিভ থেকে তাঁরা নেগেটিভ হয়েছেন। এই ৭২ জনের মধ্যে কয়েকজন হোম আইসোলেশনেও ছিলেন। করোনা যেহেতু এখনও বিদায় নেয়নি তাই প্রশাসন থেকে মুখে মাস্ক বেঁধে রাখা, স্যানিটাইজেশন এবং শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। সকলকে সচেতনতা মেনে চলার কথা বলা হচ্ছে।