মঙ্গলবার দার্জিলিং জেলার পাহাড় ও সমতল মিলিয়ে করোনায় মৃত ৪, শিলিগুড়িতে আক্রান্ত ৪৩

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ সোমবারের তুলনায় মঙ্গলবার শিলিগুড়ি পুরসভা এলাকায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও, উদ্বেগ বাড়িয়ে পাহাড় ও সমতল মিলিয়ে দার্জিলিং জেলায় মঙ্গলবার বাড়লো করোনা আক্রান্তের সংখ্য।আরও উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দার্জিলিং জেলার ৪ বাসিন্দার।

সোমবার দার্জিলিং জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮১। সেই সংখ্যাটা কিছুটা বৃদ্ধি পেয়ে মঙ্গলবার দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। অপরদিকে সোমবার শিলিগুড়ি পুরসভা এলাকায় ৫২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পরে। সেই সংখ্যাটা বেশ কিছুটা কমে, মঙ্গলবার শিলিগুড়ি পুরসভা এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৩ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ১০ জন।

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১৬ জন, মাটিগাড়া ব্লকে ১৫ জন, ফাসিদেওয়া ব্লকে ৩ জন এবং খড়িবাড়ি ব্লকে ৬ জন নতুন করে সংক্রামিত হয়েছেন।অন্যদিকে, জিটিএ এলাকার সুকনায় ২ জন, সুখিয়া পোখরিতে ২ জন, পুলবাজার-বিজনবাড়িতে ১ জন, তাকদায় ২ জন, দার্জিলিং পুর এলাকায় ৫ জন, কার্শিয়াং পুর এলাকায় ২ এবং মিরিক পুর এলাকায় ৬ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমনের খবর মিলেছে। এদিন কালিম্পং জেলায় নতুন করে কোন সংক্রমনের খবর নেই।

উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দার্জিলিং জেলার ৪ বাসিন্দার। মৃতদের মধ্যে পাহাড়ের ৩ জন এবং শিলিগুড়ি পুরসভার ১ জন রয়েছেন।মঙ্গলবার রাত ৯ টা নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে রবীন্দ্রনাথ মিত্র নামে ৭৬ বছর বয়সী এক ব্যক্তির। তিনি শিলিগুড়ি পুরসভার অরবিন্দপল্লীর বাসিন্দা ছিলেন। অপরদিকে পাহাড়ের যে ৩ জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তাসি থেন্ডুপ নামে সোনাদার বাসিন্দা ৪০ বছর বয়সী এক ব্যক্তির চ্যাং সুপারস্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয়েছে। অন্যদিকে, দার্জিলিং শহরের সিংমারির বাসিন্দা শ্যাম তামাং নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির ডিসানে মৃত্যু হয়েছে। অপরদিকে, সুখিয়াপোখরির নাগরি চা বাগানের বাসিন্দা ৬৩ বছর বয়সী কুমারী প্রধান নামে এক মহিলারও ডিসানে মৃত্যু হয়েছে মঙ্গলবার।

তবে, এত উদ্বেগের মধ্যেও, দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৯০ জন করোনা আক্রান্ত মঙ্গলবার সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম। অন্যদিকে, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে সমস্ত জেলাশাসকদের, সেই জেলার প্রতিদিনের কোভিড আপডেট সেই দিনের মধ্যেই দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।