বৃহস্পতিবার শিলিগুড়িতে করোনা আক্রান্ত ৫০, মৃত ২

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১ অক্টোবরঃ বুধবারের পর বৃহস্পতিবারও দার্জিলিং জেলায় একই রকম রইলো করোনা সংক্রমণ।তবে উদ্বেগ বাড়িয়ে বুধবারের তুলনায় বৃহস্পতিবার অনেকটাই বাড়লো শিলিগুড়ি পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা।তবে, মঙ্গলবার এবং বুধবার পর পর দুদিন শিলিগুড়িতে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হলেও, বৃহস্পতিবার শিলিগুড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।

বুধবারের মতো বৃহস্পতিবারও দার্জিলিং জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০। অপরদিকে বুধবার শিলিগুড়ি পুরসভা এলাকায় ৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পরে। সেই সংখ্যাটাও খানিকটা বেড়ে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভা এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫০ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভা এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ২১ জন।

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১৫ জন, মাটিগাড়া ব্লকে ২৪ জন, ফাসিদেওয়া ব্লকে ৪ জন এবং খড়িবাড়ি ব্লকে ৭ জন নতুন করে সংক্রামিত হয়েছেন।অন্যদিকে, জিটিএ এলাকার সুকনায় ১ জন, সুখিয়া পোখরিতে ৩ জন, পুলবাজার-বিজনবাড়িতে ১ জন, দার্জিলিং পুর এলাকায় ১ জন, কার্শিয়াং পুর এলাকায় ৩ জন এবং মিরিক পুর এলাকায় ২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমনের খবর মিলেছে। বৃহস্পতিবার কালিম্পং জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ জন।

তবে, মঙ্গলবার এবং বুধবার পর পর দুদিন শিলিগুড়িতে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হলেও, বৃহস্পতিবার শিলিগুড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এই দুই জনেরই শিলিগুড়ির প্রধান নগরের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭২ বছর বয়সী অরুণ কুমার ছেত্রী কার্শিয়াঙের গিদ্দা পাহাড়ের বাসিন্দা। অন্যদিকে, বৃহস্পতিবার ইসলামপুরের বাসিন্দা ৬৭ বছর বয়সী কমলকান্তি মজুমদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুই চিকিৎসক নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন ফিজিওলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অপরজন নাক-কান-গলা বিভাগের প্রধান। করোনা আক্রান্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, নাক-কান-গলা বিভাগের প্রধানের শারীরিক অবস্থা কিছুটা খারাপ থাকায় তাকে বৃহস্পতিবার ডিসানে স্থানান্তরিত করা হয়েছে।বৃহস্পতিবার, দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৬৫ জন করোনা আক্রান্ত মঙ্গলবার সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।