শুক্রবার শিলিগুড়িতে করোনায় মৃত ৫

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২ অক্টোবরঃ উদ্বেগ বাড়িয়ে শিলিগুড়িতে আবারও বাড়লো করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা। বুধবার শিলিগুড়িতে মৃত্যু হয়েছিল ৪ জনের। বৃহস্পতিবার ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয় শিলিগুড়ির ডিসান হাসপাতালে। শুক্রবার শিলিগুড়ির ডিসান এবং চ্যাং সুপার স্পেশালিটি মিলে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাতে ৮ টা নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আরও ১ জনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির সোয়াব কোভিড টেস্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভিআরডিএল-এ পাঠানো হয়েছে।

শুক্রবার ডিসান এবং চ্যাং সুপার স্পেশালিটি নিয়ে যে ৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২ জন দার্জিলিং জেলার, ২ জন জলপাইগুড়ি জেলার এবং ১ জন কোচবিহার জেলার বাসিন্দা। ডিসানে মৃত্যু হয়েছে দার্জিলিং-জেলার মংপুর বাসিন্দা ৮১ বছর বয়সী কার্শাং তামাং-এর। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার টুনবাড়ি চা-বাগানের বাসিন্দা ৩৯ বছর বয়সী বিকাশ খালকো নামে এক ব্যক্তির শুক্রবার ডিসানে মৃত্যু হয়েছে। এর পাশাপাশি, কোচবিহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোলাপট্টির বাসিন্দা ৩৮ বছর বয়সী সরস্বতী মাহাতো নামে এক মহিলারও ডিসানে মৃত্যু হয়েছে। চ্যাং সুপারস্পেশালিটিতে শুক্রবার দার্জিলিং-এর লোধামার বাসিন্দা ৫৫ বছর বয়সী অম্বর ছিরিং লেপচা এবং জলপাইগুড়ি কোতয়ালির বাসিন্দা ৩৫ বছর বয়সী মমতা রজক নামে এক মহিলার মৃত্যু হয়েছে। অপরদিকে, জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে ময়নাগুড়ির বাসিন্দা নীরেন্দ্রনাথ রায় নামে এক ব্যক্তির শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে।

অন্যদিকে, শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের এক সিনিয়র রেসিডেন্ট করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন মেডিকেলের নার্সিং ইনচার্জ সহ তার পরিবারের মোট ৫ জনের। কালিম্পং জেলায় শুক্রবার নতুন করে মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৭০ জন করোনা আক্রান্ত মঙ্গলবার সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।