
নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার, ৬ অক্টোবরঃ আলিপুরদুয়ার জেলার বারবিশা পূর্ব চকচকা নর্থবেঙ্গল সুপার স্টার ক্লাবের খুঁটি পুজো হল মঙ্গলবার। এদিন ক্লাবের ১১তম বর্ষের দুর্গা পুজোর মণ্ডপের খুঁটি পুজো হয় । উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা ।

ক্লাবের তরফে জানানো হয় করোনা মহামারী পরিস্থিতিতে পুজোর বাজেট অনেক কম এবছর ।এবছরের বাজেট দেড় লক্ষ টাকা । ডাকের সাঁজের প্রতিমা থাকছে এবছর । এছাড়াও করোনা নিয়ে পুজো কমিটির পক্ষ থেকে সচেতন করা হবে সাধারণ মানুষকে । সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী নিয়ম মেনে পুজো হবে এবছর । আলিপুরদুয়ারের অন্যান্য বেশ কয়েকটি ক্লাব পুজোর বাজেট কমিয়ে করোনা সচেতনতার ওপর জোর দিচ্ছে। সর্বত্র স্বাস্থ্য বিধি মেনে পুজো হবে। পরিবেশ সচেতনতার ওপরও প্রচার চালাবে কিছু ক্লাব।