সস্তায় ন্যাপকিন তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠী

নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর,১১ অক্টোবর: রাজ্য সরকারের উদ্যোগে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকায় গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সস্তায় স্যানিটারি ন্যাপকিন তৈরীর প্রশিক্ষণ চালু হলো রবিবার।

এদিন হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের বরুই জিপির স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়। চলবে একমাস ধরে।এতে কর্মসংস্থান যেমন হবে, পাশাপাশি গ্রামের মহিলারা অত্যন্ত কম দামে নিরাপদ স্যানিটারি ন্যাপকিনও পাবে বলে আশা।এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু ও জেলা স্তরের প্রশিক্ষক আব্দুস সাত্তার।

বিডিও অনির্বাণ বসু জানান স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে এখনও উন্নত দেশগুলির মহিলাদের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আমাদের দেশের মহিলারা। তাই, ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের সচেতন ও স্বনির্ভর করতে এই প্রশিক্ষণ। মালদা ইংলিশ বাজার ব্লকের প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ দেন বলে জানান।এই প্রকল্পে ভবিষ্যতে রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পে নাম লেখানো ছাত্রীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।