
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ গত কয়েকদিন ধরে শিলিগুড়িতে করোনায় অস্বাভাবিক হারে মৃত্যু হলেও বুধবার মৃত্যুর কোন খবর নেই শিলিগুড়িতে। উল্লেখযোগ্য হারে অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। এদিন দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯০ জন। শিলিগুড়ি পুরসভা এলাকায় এদিন নতুন করে করোনায় আক্রান্ত হলেন মোট ৩৮ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ১৮ জন।

এদিন শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১৫, খড়িবাড়ি ব্লকে ৪, মাটিগাড়া ব্লকে ৯, ফাসিদেওয়া ব্লকে ৬, কার্শিয়াং পুর এলাকায় ১০, সুকনায় ৮, তাকদহতে ১, বিজনবাড়িতে ১, সুখিয়াপোখরি এলাকায় ১ ও মিরিকে ১ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমনের খবর মিলেছে। এদিন কালিম্পং পুর এলাকায় ২৫ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। এদিন দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ২৭ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।