
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:সংক্রমণ ঠেকাতে লকডাউনের ফলে শিল্পীর শিল্পসত্বার বহিঃপ্রকাশ ঘটল কাগজের দূর্গা রুপে।শিলিগুড়ি মহকুমার শিবমন্দির সংলগ্ন ফাঁসিদেওয়া মোড়ের বাসিন্দা সুভাশীষ মৈত্র শিলিগুড়ি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। সে তৈরি করেছে কাগজের দুর্গা।

ছোট থেকে নিজে নিজেই কাগজ পেনসিল নিয়ে আকিঁঝুঁকি চলতো।আঁকার প্রতি ঝোঁক থাকলেও সেভাবে কোন কিছুই মন দিয়ে শেখেনি।এই করোনা মহামারীর ফলে গোটা দেশের পাশাপাশি আমাদের এখানেও লকডাউনে ঘরে আটকে পরে সুভাশীষ।ঘরে বসে কি করবে ভাবতে ভাবতে মনস্থির করে ঘরের পরিত্যক্ত কাগজপত্র ও রং তুলি দিয়ে পূরো দূর্গা ঠাকুর বানিয়ে ফেলে।