
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি:শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের উদ্যোগে মানুষকে সচেতন করতে দেওয়া হল মাস্ক-স্যানিটাইজার।শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ভক্তিনগর ট্রাফিক গার্ড কার্যালয়ের সামনে বিতরণ করা হলো মাস্ক ও স্যানিটাইজার।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সাধারণ মানুষকে সচেতন করতে চাইছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।আসন্ন দুর্গা পুজোতে মাস্ক পরেই বেরোতে হবে ঠাকুর দেখতে।আর সেই কারণেই পূজার প্রাক্কালে এমন উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ড।ভক্তিনগর ট্রাফিক গার্ড এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শনিবার ভক্তিনগর ট্রাফিক গার্ড কার্যালয়ে একটি চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়।এই চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ১০০ স্থানীয় মানুষ চক্ষু পরীক্ষা করান।পাশাপাশি প্রায় সাড়ে ৪ হাজার মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয় বলে ভক্তিনগর টাফিক গার্ড সূত্রে জানানো হয়েছে।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট সিপি সব্যসাচী রমণ মিশ্রা,এডিসিপি ট্রাফিক অনুপম সিং,সহ অন্যান্য পুলিশকর্মীরা।