
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:আদালতের নিয়ম মেনেই হবে পুজো।বিসর্জনেও এড়াতে হবে ভিড়। আর সেই কারণেই আগেভাগেই নিরঞ্জন ঘাট পরিদর্শনে দার্জিলিংয়ের জেলাশাসক,শিলিগুড়ির মহকুমা শাসক ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, জয়েন্ট কমিশনার,ডেপুটি পুলিশ কমিশনার সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তারা।চতুর্থীর সকালে শিলিগুড়ির বিভিন্ন নদীঘাট পরিদর্শন করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ত্রিপুরারি আর্থব, দার্জিলিংয়ের জেলাশাসক,শিলিগুড়ির মহকুমা শাসক ও পুর প্রতিনিধিরা।

শিলিগুড়ির নৌকা ঘাট এবং মহানন্দার লালমোহন মৌলিক ঘাট পরিদর্শন করেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা,নিরঞ্জন ঘাটে সাধারণ মানুষের জনসমাগম এড়াতে এবার কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।পুজোর দিনগুলিতে ঠিক যেভাবে হাইকোর্টের নির্দেশ মেনে চলবে পুলিশ,ঠিক তেমনই বিসর্জনের দিনগুলিতেও একই রকম ব্যবস্থা করতে চলেছে রাজ্য পুলিশ প্রশাসন,নিরঞ্জন ঘাটে কেবলমাত্র প্রতিমা নিরঞ্জন দিতে যারা প্রবেশ করবেন তাদেরকেই ঢুকতে দেওয়া হবে।তাছাড়া জনসমাগম করতে দেওয়া হবে না।করোনা মহামারীর হাত থেকে রক্ষা দিতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ,আর সেই কারণেই দার্জিলিংয়ের জেলাশাসক,শিলিগুড়ির মহকুমা শাসক,শিলিগুড়ি পুর সভার প্রতিনিধিরা এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সহ পুলিশ আধিকারিকরা আজ ঘাট পরিদর্শন করে ব্লুপ্রিন্ট তৈরীর কাজে নেমে পড়লেন,সুষ্ঠুভাবে সাধারণ মানুষকে পুজো উপহার দিতেই এই উদ্যোগ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং দার্জিলিং জেলা প্রশাসনের।