
নিজস্ব সংবাদদাতা ঃকোচবিহার জেলার পুলিশ সুপার মহম্মদ সানা আক্তারের নির্দেশে সপ্তমীর দিন জেলা পুলিশের পক্ষ থেকে ডিএসপি ট্রাফিক চন্দন দাস বাড়ি বাড়ি গিয়ে নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধাদের হাতে ফুল মিষ্টি ও সাল চাদর তুলে দিলেন। পাশাপাশি তারা কেমন আছেন, সে বিষয়েও খোঁজখবর নিলেন তিনি।

মূলত কোচবিহারের পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার ‘ভালো আছেনতো’ নামে একটি কর্মসূচি শুরু করেন। এই ট্যাগলাইনকে সামনে রেখে কোচবিহার জেলা পুলিশের সদস্যরা অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের বাড়ি গিয়ে খোঁজখবর নেবেন এমনকি সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের হাতে কন্ট্রোল রুমের নাম্বার তুলে দিচ্ছেন পুলিশকর্মীরা। রাতবিরেতে যদি কোনরকম অসুবিধা হয় তাহলে কন্ট্রোল রুমে ফোন করে জানালেই পৌঁছে যাবে পুলিশের সহযোগিতার হাত। শুক্রবার শহরের কুড়ি জন বৃদ্ধ-বৃদ্ধার বাড়ি গিয়ে পুলিশ সুপারের দেওয়া ফুল মিষ্টি ও একটি সাল তুলে দিলেন ডিসি ট্রাফিক।
সকলেই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশের কাছ থেকে এই আশ্বাস ও উপহার পেয়ে অনেকেই নিজের চোখের জল ধরে রাখতে পারেনি। এমনই এক বৃদ্ধা বলেন, কোচবিহার জেলা পুলিশ যেভাবে পাশে দাঁড়িয়েছে সত্যি ভাল লাগছে। এতদিন একটা সংশয় ভুগতাম আমাদের খোঁজ নেওয়ার মত কেউ ছিলনা। কিন্তু আজ গোটা পুলিশ বিভাগ আমাদের খোঁজ নেওয়ার জন্য রয়েছে। ভালো আছেন তো কর্মসূচি নিয়ে ডিএসপি ট্রাফিক চন্দন দাস বলেন, আমাদের পুলিশ সুপার জনাব মহম্মদ সানা আক্তার একটি প্রজেক্ট শুরু করেছেন ভালো আছেন তো। আমরা তার নির্দেশে চল্লিশটি বাড়ি চিহ্নিত করতে পেরেছি যেখানে সম্পূর্ণ একা বৃদ্ধ-বৃদ্ধা বা কোথাও শুধু বৃদ্ধ-বৃদ্ধা রয়েছে। আমরা পুজোর দিনে তাদের হাতে মিষ্টি ফুল ও সামনেই শীত আসছে সেই কারণে তাদের হাতে সাল তুলে দিলাম। এবছর পূজোতে স্যারের নির্দেশে কাজ করতে গিয়ে অভিনব এক আনন্দের সাক্ষী হলাম। আগামী দিনে স্যার এর নির্দেশে আমরা আস্তে আস্তে গোটা জেলা জুড়ে এই কর্মসূচি পালন করব।