হাইকোর্টের নির্দেশ মেনেই এ বছর পালিত হচ্ছে রাজ আমলের বড় দেবীর পুজো

নিজস্ব সংবাদদাতাঃকরোনা মহামারীর কারণে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এবছর পালিত হচ্ছে রাজ আমলের বড় দেবীর পূজা। কোচবিহারের বড় দেবীর পুজো দেখতে কোচবিহারবাসীর পাশাপাশি আসাম থেকেও বহু ভক্ত পুজোর চারটে দিন কোচবিহারে আসেন।

এবছর করোনা মহামারীর কারণে প্রথম থেকেই বড় দেবীর পুজো দেওয়ার ক্ষেত্রে ভক্তদের কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল। তবে সম্প্রতি হাইকোর্টের নির্দেশিকাকে মান্যতা দিয়ে মন্দিরের বাইরে বড় বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে দেবত্র ট্রাস্টের পক্ষ থেকে। পাশাপাশি মন্দিরের সামনে নির্দিষ্ট দূরত্ব মেনে গোলগোল সার্কেল করে দেওয়া হয়েছে। যে সমস্ত ভক্তরা মন্দিরের সামনে আসবেন তাদের নির্দিষ্ট সার্কেলে দাঁড়িয়েই বড় দেবীর দর্শন করতে হবে। শুধু তাই নয় যাতে কোনরকম জমায়েত না হয় সে কারণে ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। মন্দিরের চারপাশে ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয়েছে মাক্স ছাড়া মন্দির চত্বরে প্রবেশ নিষেধ শুধু তাই নয় মাক্স ছাড়া সেলফিও তোলা যাবে না। এছাড়াও প্রবেশপথের সামনেই ভলেন্টিয়ারা থার্মাল স্ক্যানিং মেশিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দর্শনার্থীদের প্রবেশের পথ এই থার্মাল স্ক্যানিং করে ভেতরে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে দেবত্র ট্রাস্ট বোর্ডের আধিকারিক বলেন, হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে মন্দিরের বাইরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ৩০ জনের বেশি ভক্ত মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে না। অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও এই নির্দেশিকা পালন করা হবে। এমনকি এ বছর ভক্তরা দেবীকে কোন ভেটি বা শাড়ি দিতে হলে মন্দিরের পাশেই যে ক্যাম্প রয়েছে সেখানে জমা দিতে হবে। সেখান থেকে সে সমস্ত জিনিস মন্দিরে পাঠানো হবে। শুধু তাই নয় মাস্ক ছাড়া কোন ব্যক্তিকেই মন্দির চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না।