কোচবিহারে ট্রাকে চেপে দেবী দুর্গা ভক্তদের বাড়ি বাড়ি

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ঃকরোনা পরিস্থিতিতে পুজো দেখতে বের হতে পারছেন না অনেক মানুষ। তাই এবছর মা নিজেই পৌঁছে যাচ্ছেন ভক্তদের বাড়ি বাড়ি। এমনই এক অভিনব উদ্যোগ নিয়ে পুজো করছে কোচবিহারের নিউটাউন ইউনিট ক্লাব।

ক্লাবের সদস্য অভিষেক সিংহরায় জানান, করোনা মহামারী এবং হাইকোর্টের নির্দেশিকা মাথায় রেখে তাঁরা এবছর দেবীর আরাধনায় ব্রত হয়েছেন ভিন্নভাবে। মূল মন্ডপে ছোট করে হাইকোর্ট ও প্রশাসনের নির্দেশে মেনে পুজো হচ্ছে, তার পাশাপাশি আরেকটি দুর্গা প্রতিমা ট্রাকে চাপিয়ে বেরিয়ে পড়া হচ্ছে শহরে। এই সময় বিশেষ করে শিশুরা ও বয়স্ক মানুষেরা প্রতিমা দর্শনে বের হতে পারছেন না। তাই পুজোতে যাতে কারো মন খারাপ না হয় সেই কারণে এবছর মা নিজেই বেরিয়ে পড়েছেন ভক্তদের বাড়ির উদ্দেশ্যে!! একদিকে যেমন সকলের প্রতিমা দর্শনও হচ্ছে তেমনই অন্যদিকে সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে ভিড় এড়ানো সম্ভব হচ্ছে।