
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:বেশ কয়েক বছর আগে শিলিগুড়ি থেকেই পরিস্কার দেখা যেত পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।তবে,গত কয়েক বছর ধরে শহর জুড়ে তীব্র যানজট এবং দূষণের ফলে শহরবাসীরা সেই কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে রূপ থেকে বঞ্চিত হচ্ছিল।কিন্তু গত দুদিন ধরে আবার শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে।আর এই ছবিকে শিলিগুড়িবাসী থেকে শুরু করে পর্যটকরাও ক্যামেরাবন্দি করে চাক্ষুষ করার সুযোগ করে নিচ্ছে।

শিলিগুড়ির মূলত মহানন্দা সেতু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল থেকে আরো ভালো দৃশ্যমান এই কাঞ্চনজঙ্ঘা।বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি সময় উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের পর্যটন মরসুম।ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এই সময়টায় ভিড় বাড়ে পর্যটকদের।গত মার্চ মাস থেকে করোনার কারণে লকডাউনের জেরে পাহাড় কার্যত পর্যটক শূন্য হয়ে পড়ে।কিন্তু আনলক পর্বে ফের আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করে পাহাড়।ফলে এই মুহূর্তে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সে ফের আসতে শুরু করেছেন পর্যটকেরা।গত দু’দিনের পাহাড়ের এই ঝলমলে আবহাওয়া এবং পাহাড় ও কাঞ্চনজঙ্ঘার রুপে অনেকেই মুগ্ধ।কাঞ্চনজঙ্ঘার এই রূপের জন্য লকডাউনকে আশীর্বাদ বলেই দাবি করছেন।কারন লকডাউনের সময় থেকে শহরজুড়েই কিছুটা কমেছে দূষণের মাত্রা এবং দীর্ঘদিন ধরে মানুষ গৃহবন্দী থাকায় প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি।