শিলিগুড়ি পুর এলাকায় রবিবার করোনা আক্রান্ত ৫৯

নিজস্ব প্রতিবেদনঃ কখনও কমে, কখনও বাড়ে। সেই হিসাবে রবিবার শিলিগুড়ি পুর এলাকায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯। আর গোটা দার্জিলিং জেলায় এই সংখ্যা ৬৩।

জেলা প্রশাসন সূত্রের খবর, শিলিগুড়ি পুর এলাকার সংযোজিত অঞ্চল মিলিয়ে রবিবার করোনা আক্রান্তর সংখ্যা ৫৯। কিন্তু দার্জিলিং জেলার শিলিগুড়ি পুর এলাকায় এই সংখ্যা ৩১। দার্জিলিং শহরে ৪, শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে ২, সুকনায় ৩, কার্শিয়াংয়ে ৭, আট জন মাটিগাড়া, মিরিক ২, নকশালবাড়ি ৪, ফাসিদেওয়ায় ১, সুখিয়াপোখরিতে ১ জনের শরীরে করোনা সংক্রমনের খবর রয়েছে।

জেলা শাসক এস পুন্নমবলম জানিয়েছেন, এদিন হোম আইসোলেশন মিলিয়ে সরকারিভাবে ৫৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যদিও বেসরকারি হাসপাতালের তথ্য জানা যায়নি।