
নিজস্ব প্রতিবেদনঃ মেয়েদের কাছে তাদের সৌন্দর্যের অন্যতম সম্পদ হল তাদের চুল। কিন্তু ক্যান্সার আক্রান্ত মহিলাদের কাছে যন্ত্রণার বিষয়, তাদের চুল না থাকা বা চুল কমে যাওয়া। এই অবস্থায় সেই সব মহিলারা হতাশায় ভোগেন। তাই তাদের হতাশায় কিছুটা হলেও অন্যরকম উদ্দীপনা জাগিয়ে তুলতে এগিয়ে এলো শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টীম। তাদের উদ্যোগে মঙ্গলবার শিলিগুড়িতে তৃতীয় বারের জন্য অনুষ্ঠিত হল চুল দান অনুষ্ঠান।

লেডিজ সার্কেল ইন্ডিয়া, দার্জিলিংয়ের সহযোগিতায় এই চুল প্রদান অনুষ্ঠান শহরে নজর কাড়ে। কোনও মহিলা ডাকঘরের মাধ্যমে সেই অনুষ্ঠানে চুল পাঠিয়ে দেয়। আবার কোনও মহিলা পুজোর সময় চুল কেটে রেখে দিয়েছিলেন, এদিন তা দান করেন। ইউনিক ফাউন্ডেশন টীমের তরফে মুনমুন সিংহ রায় জানিয়েছেন, এদিন মোট পাঁচ জন চুল দান করেছেন। যারা চুল দান করেছেন তাদের চুল পরীক্ষার জন্য দিল্লিতে এদিনই পাঠিয়ে দেওয়া হয়েছে ডাকযোগে। দিল্লি থেকে পরীক্ষা হয়ে আসার পর সেসব দান করা হবে ক্যান্সার আক্রান্ত মহিলাদের। যারা এদিন এই কাজে সহযোগিতা করেন তাঁরা হলেন চম্পা ঘোষ, গৌরি সরকার, সোমা নন্দী, চুমকি সূত্রধর, কাকলি মুখোপাধ্যায়, মাম্পি দেবনাথ নন্দী।