
নিজস্ব প্রতিবেদনঃ বুধবার শিলিগুড়ি পুরসভা এবং জলপাইগুড়ি জেলার সংযোজিত শিলিগুড়ি পুর এলাকায় করোনা আক্রান্ত হলেন ৮০ জন। গোটা দার্জিলিং জেলায় এদিন করোনা সংক্রমন সংখ্যা ১৭১ জন।

জেলা প্রশাসন সূত্রের খবর, বুধবার গোটা দার্জিলিং জেলায় ১৭১ জন করোনা সংক্রমিতের মধ্যে ৫৫ জন শিলিগুড়ি পুর এলাকায়, দার্জিলিংয়ে ১ জন, সুকনায় ১৫ জন, ১৫ জন কার্শিয়াংয়ে, ১২ জন মিরিক, ২ জন পুলবাজারে সংক্রমিত হয়েছেন। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে ৮ জন, ৩৪ জন মাটিগাড়া, ২২ জন নকশালবাড়ি, ৭ জন ফাঁসিদেওয়ায় সংক্রমিত হয়েছেন। শিলিগুড়ি পুর এলাকায় জলপাইগুড়ি জেলার সংযোজিত ভক্তিনগর এলাকা মিলিয়ে এই সংখ্যা ৮০ জন। হোম আইসোলেশন মিলিয়ে মোট ৫৪ জন সংক্রামিত সুস্থ হয়ে এদিন বাড়ি ফিরেছেন।