
নিজস্ব প্রতিবেদনঃ এবছর করোনা আবহে কালী পুজো বা দীপাবলি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। আর করোনা পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে এবার আতসবাজি বন্ধের আবেদন করা হয়েছে। শিলিগুড়িতে বিশিষ্ট সমাজসেবী, পরিবেশবিদ এবং আইনজীবী জ্যোৎস্না আগরওয়ালাও এই আবেদন জানালেন।

আতসবাজি বন্ধের আবেদন জানানোর পাশাপাশি জ্যোৎস্নাদেবী দীপাবলিকে সামনে রেখে পরিবেশ রক্ষার জন্য আরও কিছু বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন, কালী পুজো বা দীপাবলির রাতে আমরা লক্ষ্য করি শিলিগুড়ি সেভক রোড, মহাবীরস্থান এলাকায় অল্প সময়ের মধ্যে প্রচুর কলা গাছ ব্যবহার করা হয়। তারপর সেসব রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরদিন পুরসভা থেকে সব কলা গাছ ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। এটা একটি বিরাট সমস্যা। পরিবেশের জন্য চিন্তার। একইসঙ্গে মহানন্দা নদীতে বিভিন্ন সময় প্লাস্টিক ক্যারিব্যাগ এবং বর্জ্য ফেলা নিয়েও উদ্বেগ জানিয়েছেন জ্যোৎস্নাদেবী। তাঁর মতে,এখন সময় এসেছে পরিবেশ নিয়ে বিশেষ ভাবে চিন্তাভাবনা করার। করোনা থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। এরইসঙ্গে জ্যোৎস্নাদেবী বলেছেন, তাঁরা এবার ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ পৌষ মেলা আয়োজনে বিরত থাকছেন। জানুয়ারি মাসে প্রতীকিভাবে পৌষ মেলার কোনও অনুষ্ঠান হবে কিনা সেটা তাঁরা পরিস্থিতি বিবেচনা করে স্থির করবেন। প্রসঙ্গত জ্যোৎস্নাদেবী উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের কর্নধার এবং শিলিগুড়ি মহানন্দা বাঁচাও আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
https://www.facebook.com/423419938082487/posts/1067127940378347/