
নিজস্ব প্রতিবেদনঃ এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার তাঁর এন্টিজেন টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এদিন তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই বিভিন্ন মহল থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। শিলিগুড়িতে সিপিএম নেতা জীবেশ সরকারও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে গৌতমবাবুকে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সবসময় তাঁর শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। এদিকে জেলা প্রশাসন সূত্রের খবর, শুক্রবার দার্জিলিং জেলায় ১৩০ জনের শরীরে করোনার সন্ধান মিলেছে। এরমধ্যে শিলিগুড়ি পুর এলাকায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন। দার্জিলিংয়ে ২, সুকনায় ২০, পুলবাজারে ২, তাকদাতে ২, কার্শিয়াংয়ে ৬ এবং মিরিকে এক জনের শরীরে করোনার সন্ধান মিলেছে। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে ৬, মাটিগাড়ায় ৩০, নকশালবাড়িতে ১৫, ফাঁসিদেওয়ায় ১৩ জনের শরীরে এদিন করোনা ভাইরাসের সন্ধান মেলে। জলপাইগুড়ি জেলার ভক্তিনগর ও এনজেপি থানার সংযোজিত এলাকা মিলিয়ে শিলিগুড়ি পুর এলাকায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৪৫। হোম আইসোলেশন মিলিয়ে এদিন মোট ৭২ জন করোনা আক্রান্ত সরকারি ব্যবস্থাপনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে।