
নিজস্ব প্রতিবেদনঃ দীপাবলি ও কালী পূজা উপলক্ষে শিলিগুড়ির তারুণ্য পরিবার চা-বাগানের দুঃস্থদের মধ্যে খাবার, কাপড়, প্রদীপ, মোমবাতি এবং শিশুদের পড়াশোনার সামগ্রী বিতরণ করলো। তারুন্য পরিবার থেকে জানানো হয়েছে, তাঁরা চান এই দীপাবলিতে প্রতিটা ঘরে জ্বলে ওঠুক খুশির আলো।

আলোর উৎসবে প্রতি ঘরে জ্বলে উঠুক হাসির আলো এই বার্তাকে সামনে রেখে দীপাবলির আগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে শিলিগুড়ির তারুন্য। এই কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার রন্যে রাহার নেতৃত্বে চা বাগানে গিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিলি করা হয়। তার সঙ্গে বিলি করা হয়েছে প্রদীপ ও মোমবাতিও। তারুন্য থেকে জানানো হয়েছে, আগামীতে তাদের আরও অনেক সামাজিক কর্মসূচি চলবে।
এদিকে ডুয়ার্সের নাগরাকাটা থানার গ্রাস মোড় চা বাগান থেকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এএনএম সোনালি সামন্ত জানিয়েছেন, শীত আসছে। তাদের চা বাগানে বহু গরিব শ্রমিক কষ্টে আছে। তাঁরা খবরের ঘন্টার মাধ্যমে মানবিক আবেদন জানালে উত্তরবঙ্গে মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি থেকে আমরা বেকার সংগঠনের তরফে বিবর্তন সাহারায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শিলিগুড়ির সমাজসেবী মিলি সিনহাও কালি পুজোর পর শীত বস্ত্র নিয়ে ওই চা বাগানের গরিব দুঃখীদের পাশে থাকার কথা জানিয়েছেন।