
নিজস্ব প্রতিবেদনঃ কালি পুজো আসছে। অমাবস্যার এই তিথিতে আবার আলোর উৎসব রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দ বারবার জোর দিয়েছেন, জীব সেবাই ঈশ্বর সেবা। অসহায় দীন দরিদ্রদের পাশে দাঁড়ানোই হল প্রকৃত অর্থে ঈশ্বর সেবা। আর সেই দিকে তাকিয়ে দিনের পর দিন নিরলসভাবে কাজ করে চলেছে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা সংগঠন। এবারো এই কালি পুজোকে সামনে রেখে রবিবার ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের একদল অসহায় দীন দরিদ্রের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিলো দার্জিলিং রামকৃষ্ণ মিশন।

রবিবার দার্জিলিং রামকৃষ্ণ মিশনের তত্বাবধানে সেখানকার রামকৃষ্ণ অনুরাগীরা গয়েরকাটা চা বাগানে যান। তাঁরা এদিন দুপুরের মধ্যে চা বাগানের ১২৫ জন গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী ছাড়া পুরনো ব্যবহারযোগ্য বস্ত্র তুলে দেন। তার সঙ্গে মহিলাদের হাতে একটি করে নতুন শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে অর্ঘ্য নিবেদন করা হয়। করোনা, লকডাউনের জেরে চারদিকে অর্থনৈতিক সঙ্কট শুরু হওয়ায় এই মানুষগুলো বিপাকে রয়েছেন। প্রকৃতপক্ষে যেদিন থেকে করোনা, লকডাউন সমস্যা শুরু হয় সেদিন থেকে ধারাবাহিকভাবে অসহায়, দরিদ্রদের পাশে দাঁড়িয়ে চলেছে দার্জিলিং রামকৃষ্ণ মিশন। দার্জিলিং রামকৃষ্ণ মিশনের স্বামীজি স্বামী নিত্যসত্যানন্দ জানিয়েছেন, আসলে ঠাকুর-সারদা মা এবং স্বামী বিবেকানন্দের ভাবকে সামনে রেখে এসবই তাদের পুজোর অর্ঘ্য নিবেদন।
এবারের বৈশিষ্ট্য ছিলো নিজের ইচ্ছায় পছন্দ করুন অংশ,যেখানে ব্যবহার করা ও পরিচ্ছন্ন শাড়ি/জামা-কাপড়/জুতো সাজানো ছিলো জীবন্ত ঈশ্বরের নিজেদের মতো করে নেওয়ার জন্য।