
নিজস্ব প্রতিবেদনঃপ্রায় দশ হাজার শিক্ষক শিক্ষিকা লকডাউন পরবর্তী পরিস্থিতিতে গৃহশিক্ষকতা হারিয়েছেন। সরকারি স্কুলগুলিতে অস্থায়ীভাবে কাজ করে তারা যে বেতন পান তাতে তাদের সংসার চলে না। তাদের ন্যূনতম বেতন এক হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। ফলে এই পরিস্থিতিতে জীবন যাপন অসাধ্য হয়ে পড়েছে। ফলে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর মানবিক সুরাহা চাইছেন।

সোমবার তৃণমূল সংখ্যালঘু সেল এর প্রদেশ কার্যকরী সভাপতি অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশনের সর্বভারতীয় সভাপতি এবং অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের ইস্টার্ন জোনের আহ্বায়ক নাসির আহমেদের হাতে তাঁরা একটি আবেদনপত্র তুলে দেন। নাসিরবাবু জানান, তাদের সমস্যা সত্যিই গুরুতর। বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, এই অস্থায়ী শিক্ষক-শিক্ষিকারা যাতে সম্মানজনক সাম্মানিক পান সে বিষয়ে মানবিক আবেদন জানানো হবে। তবে ইতিমধ্যে তাদের পাঠানোর দাবি সনদ মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।