
নিজস্ব প্রতিবেদনঃ দুর্গা পুজোর পর থেকে দার্জিলিং জেলায় কিন্তু করোনা আক্রান্তের গড় কিন্তু বেড়েছে। পুজোর আগে প্রতিদিন জেলায় গড়ে করোনা আক্রান্ত যেখানে ছিল ৫০, পুজোর পর কিন্তু সেই সংখ্যার গড় দ্বিগুনে পৌঁছে গিয়েছে। তাই কালী পুজোতে আরও সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে। মঙ্গলবার দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯১ জন। আর জলপাইগুড়ি জেলার সংযোজিত এলাকা মিলিয়ে শিলিগুড়ি পুর এলাকায় এই সংখ্যা এদিন ছিলো ৪৬।

জেলা প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার দার্জিলিং জেলার শিলিগুড়ি পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪। দার্জিলিং পুর এলাকায় এদিন একজন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। খড়িবাড়িতে এই সংখ্যা ১, সুকনায় তিন, মাটিগাড়ায় ২৩, নকশালবাড়িতে ১৭ এবং ফাঁসিদেওয়ায় ১২ জন। হোম আইসোলেশন মিলিয়ে সরকারি ব্যবস্থাপনার মধ্যে এদিন ৫৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।