আলোর উৎসবের আগে দৃষ্টিহীন দম্পতির মুখে হাসি, উপহার টি স্টল

নিজস্ব প্রতিবেদনঃ আলোর উৎসবের আগে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় এক দৃষ্টিহীন দম্পতির মুখে হাসি ফোটানোর প্রয়াস নেওয়া হল।স্মাইল গ্রুপ থেকে রবিবার ওই কর্মসূচি গ্রহন করা হয়। এদিন দৃষ্টিহীন উমাশঙ্কর ঠাকুর ও তাঁর স্ত্রীকে উপহার দেওয়া হয় টি স্টল। আর সেটা পেয়ে ওই দম্পতি বেশ খুশি।

উমাশঙ্কর ঠাকুর জন্মগত দৃষ্টিহীন।তাঁর স্ত্রীও দৃষ্টিহীন। মাটিগাড়া হিমুলের কাছে তাঁর বাড়ি। বহুদিন ধরে উমাশঙ্কর তাঁর দৃষ্টি প্রতিবন্ধকতা উপেক্ষা করে বাগডোগরাতে গিয়ে লটারি টিকিট বিক্রি করছেন। প্রচন্ড লড়াইয়ের মাধ্যমে লটারি টিকিট বিক্রি করে কোনোরকমে চলছিল তাদের সংসার জীবন। তবে অনেকটা টাকাই চলে যেত গাড়িভাড়াতে।আর মাটিগাড়া থেকে বাগডোগরা এতটা রাস্তা পারাপার করাটাও ভীষন চিন্তাজনক ছিল তাদের কাছে। শেষে স্মাইলগ্রুপ এর পক্ষ থেকে চিন্তাভাবনা করা হয় যে যদি উমাশঙ্করকে তাঁর বাড়ির কাছাকাছি কোনো একটা ব্যবস্থা করা যায়।।সেইভাবনা অনুযায়ী সবাই মিলে লেগে পড়া হয়।মাটিগাড়া সোস্যাল ওয়েলফেয়ারের সঙ্গে আলোচনা করা হলে তারা সেখানে জায়গার ব্যাবস্থা করে। নকশালবাড়ির সমাজসেবী টুম্পা সরকার বলেন, আমরা সবাই কিছু কিছু করে জিনিস কিনে দিয়ে টী স্টল রেডি করে দিই। রবিবার উপহারস্বরুপ উমাশঙ্করের হাতে তা তুলে দেওয়া হয়। Post Views: 334