
নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি মাতৃ সংঘ জনকল্যাণ আশ্রমে ৬ লক্ষ টাকার চেক প্রদানের মাধ্যমে এক বিরল মানবিক মুখের নজির তৈরি করলেন শিলিগুড়ি কলেজপাড়ার বৃদ্ধা ছায়া মৈত্র। বৃহস্পতিবার তিনি মাতৃ সংঘের কর্মকর্তাদের হাতে ওই চেক তুলে দেন।

৭৮ বছর বয়স্ক বৃদ্ধা ছায়াদেবী ১৮ বছর আগে খাদ্য সরবরাহ দপ্তরের চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তাঁর স্বামী মেট্রো রেলে কর্মরত ছিলেন। স্বামীকে স্মরন করে এদিন তিনি চেকটি তুলে দেন। এই টাকায় মাতৃ সংঘে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কিছু যন্ত্রপাতি কেনা হবে। অত্যন্ত কম খরচে মাতৃ সংঘে গরিব সাধারণ মানুষের স্বাস্থ্য চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা হয়। এর আগে ওই আশ্রমেই ১২ লক্ষ টাকার চেক প্রদান করেছিলেন ছায়াদেবী। সেই টাকাতেও মাতৃ সংঘে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি কেনা হয়। তাছাড়া কদিন আগে শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘে সেবামূলক কাজের জন্য পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন তিনি। তিনি তাঁর অর্থের সৎ ব্যবহার যেভাবে করছেন তার প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন মহল। অনেকেই বলছেন, আজকের দিনে ছায়াদেবীর এই মহৎ কাজ থেকে বহু কিছু শিক্ষা নেওয়ার রয়েছে।