
নিজস্ব প্রতিবেদনঃ শিশু দিবস এবং দীপাবলিকে সামনে রেখে শনিবার শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি থেকে কৌস্তুভ দত্ত এবং রোজলি দত্ত লিস রিভার চা বাগান, ওদলাবাড়ি বাগান মোড় এবং গাজলডোবার ধুমসিকাড়াতে শিশু ও নারী পাচারের বিরুদ্ধে প্রচার চালালেন। সেই সব স্থানে তাঁরা করোনার বিরুদ্ধেও মানুষকে সচেতন করেন।

সমাজসেবী কৌস্তভ দত্ত জানিয়েছেন, তাঁর ওইসব এলাকায় শতাধিক কিশোরী নারীর মধ্যে মাস্ক, স্যানিটাইজার, প্যাড প্রভৃতি বিলি করেছেন। রোজলি দত্ত মেয়েদের মধ্যে ঋতু চক্র নিয়ে সচেতনতার আলোচনা করেন। করোনা পরবর্তী পরিস্থিতিতে নারী ও শিশু পাচার নিয়েও সচেতনতা সভা হয়।