নকশালবাড়িতে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরন সভা আলোর পথযাত্রীর

নিজস্ব প্রতিবেদনঃ সোমবার বিকালে নকশালবাড়ি আলোর পথযাত্রীর উদ্যোগে প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরনে এক সভার আয়োজন করা হয়। আলোর পথযাত্রীর সভাপতি সুবীর পাল ও বিশিষ্ট সাংস্কৃতিক চরিত্র রাজু সরকারের শুভ প্রচেষ্টার ফসল এই স্মরনসভা।

সভায় আলোর পথযাত্রীর সব সদস্য ও নকশালবাড়ির সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় নকশালবাড়ির নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পরিতোষ চাকলাদার, সমাজসেবী গৌতম ঘোষ, রাধাগোবিন্দ ঘোষ, প্রহ্লাদ বিশ্বাস সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে সামান্য আলোচনার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শুভজিৎ বসু, রাখি দাস ও কিরন ঘোষ আবৃত্তি এবং কবিতা পাঠের মধ্যে দিয়ে সৌমিত্র স্মরণ করেন। আলোর পথযাত্রীর সব সদস্য এবং উপস্থিত সবাই ফুলমালায় স্মরণ করেন কিংবদন্তী অভিনেতাকে।স্মরন সভায় একটি কথাই ধ্বনিত হয়, প্রিয় সৌমিত্র, তোমার মৃত্যু নেই। তুমি ছিলে,তুমি আছো, তুমি থাকবে চিরদিন –আমাদের স্মরনে, আমাদের মননে,আমাদের ভালোবাসায়।