ভূমিকম্প নিয়ে লাগাতর সাধনা জয়দেব ধরের, খোঁজখবর শুরু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের

নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি সুকান্ত নগরের বাসিন্দা জয়দেব ধর বহু বছর ধরে ভূমিকম্পের ওপর সাধনা করে চলেছেন। তিনি বহু বছর ধরে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার যন্ত্র আবিস্কার করেছেন। সময় পেলেই তিনি তাঁর বাড়িতে ওই যন্ত্র নিয়ে পড়ে থাকেন। বলা চলে এটা তাঁর কাছে অন্যরকম এক নেশা। বহু দিন ধরে তিনি চাইছিলেন, তাঁর আবিস্কার নিয়ে সরকারি স্তরে খোঁজখবর শুরু হোক। খবরের ঘন্টাতে তাঁর এই মৌলিক কাজ নিয়ে অনেকবার খবর প্রকাশিত হয়েছে। অবশেষে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন থেকে তাঁর কাজ নিয়ে খোঁজখবর শুরু হলো।

মঙ্গলবার ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন থেকে সায়ন্তন ধর জয়দেববাবুর বাড়িতে যান। তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। তাঁরা জয়দেববাবুর কাজ সম্পর্কে বিশদভাবে খোঁজখবর নিয়ে জানান, তাঁরা সমগ্র রিপোর্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কাছে জমা করবেন। জয়দেববাবু তাদেরকে জানান, তিনি স্থানীয়ভাবে ভূমিকম্প হওয়ার ৬০ ঘন্টা আগে পূর্বাভাস দিতে পারেন তাঁর যন্ত্রের সাহায্যে। ৯৫ ভাগ তা মিলে যায়। তবে ভূমিকম্প কি পরিমাণ হবে অর্থাৎ রিখটার স্কেলের মাত্রা ৬/৭ না ৮ হবে তার নিখুঁত তথ্য এখনও দিতে পারেন নি। এ বিষয়ে তাঁর আরও কাজ চলছে। আর্থিক কারনে তিনি অনেক কাজ করতে পারছেন না। তাছাড়া তিনি বয়সের কারনে শারীরিকভাবেও একটু অশক্ত হয়ে পড়েছেন। কিছু দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এই অবস্থায় তিনি আর্থিক সহায়তা পেলে তাঁর মৌলিক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন।