মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষা সাম্মানিক প্রদান

নিজস্ব প্রতিবেদনঃ সদ্য গড়ে ওঠা মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটি আর্থ-সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের সাথে মানুষের পাশে থাকার উদ্দেশ্যে কাজ করে চলেছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে শুক্রবার ২০ নভেম্বর শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের হল ঘরে শিক্ষা সাম্মানিক প্রদান প্রকল্পের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে ১৬ জন কৃতী ছাত্রছাত্রীকে এই প্রকল্পের সাথে যুক্ত করা হয়েছিল। এবার আরও ১৩ জনকে এই প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে।সোসাইটির তরফে বিশিষ্ট সমাজসেবী শেখর সাহা জানিয়েছেন, তাদের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে ১০০ জন ছাত্রছাত্রীকে এই প্রকল্পের সাথে যুক্ত করা যাতে তারা তাদের পড়াশোনাকে পাথেয় করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এদিনের এই অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন খবরের ঘন্টার সহসম্পাদিকা শিল্পী পালিত।প্রসঙ্গত, অল্প কিছুদিন হল জন্ম হয়েছে মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির। কিন্তু জন্মের পর থেকে একের পর এক নানান সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই সংস্থা। বিশেষ করে আর্থিক দিক থেকে অনগ্রসর মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই সংস্থার কর্মকান্ড বিভিন্ন মহলে নজর কাড়তে শুরু করেছে। সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো অত্যন্ত মানবিক গুন সম্পন্ন মানুষও ধারাবাহিকভাবে মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এই সংস্থার অন্যতম কর্মকর্তা শেখর সাহা দিনরাত এই সংস্থার জন্য সামাজিক ও মানবিক কাজে নিজেকে সঁপে দিয়েছেন।